• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিয়ানমার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্রোত থামছেই না।

প্রকাশিত: ১৪:৩০, ২৭ আগস্ট ২০১৭

আপডেট: ১৪:১৬, ২৭ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
মিয়ানমার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্রোত থামছেই না।

জীবন বাঁচাতে টেকনাফের পাশাপাশি বান্দরবনের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশী রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেও আটক করা সম্ভব হয়েছে ৮৬ জনকে। বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি'র পক্ষ হতে জানানো হয় আটক হওয়া রহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরো চার রোহিঙ্গাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন অনেক রোহিঙ্গা। প্রান বাঁচাতে অনেকে আবার ছুটছেন বাংলাদেশের দিকে। উখিয়ার রহমতেরবিল, ধামনখালী, বালুখালী কাটা পাহাড়, আন্ জুমানপাড়া এবং টেকনাফের উলুবনিয়া সহ প্রায় ১৮টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সার্বক্ষিনিক পাহারার পাশাপাশি শক্তি বৃদ্ধি করার কথা জানান কক্সবাজারের জেলা প্রশাসক।   কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট ঘুরে দেখার পাশাপাপাশি বান্দরবনের সীমান্ত পয়েন্টগুলোও যান বিজিবি'র মহাপরিচালক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তমব্রু সীমান্তের জলপাইতলীতে তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমার ওপার থেকে একটি গুলিও যদি বাংলাদেশ সীমানায় আসে এতে বিজিবি তার সমুচিত জবাব দিবে।   এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরো চারজন ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে শনিবার মিয়ানমারের মংডু থেকে গুলিবিদ্ধ হয়ে দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

মন্তব্য করুন: