• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বাসের নামে হিংসা ছড়ানোকে কোনমতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ আগস্ট ২০১৭

আপডেট: ১৪:৩৬, ২৭ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
বিশ্বাসের নামে হিংসা ছড়ানোকে কোনমতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর ভক্তদের সহিংস তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে, জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানালেন তিনি।রবিবার রেডিও অনুষ্ঠান 'মন কি বাতে' মোদী জানান, বিশ্বাসের নামে সহিংসতা কোনভাবেই কাম্য নয়। যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ধর্ষক ধর্মগুরু রাম রহিম সিং-এর ভক্তদের তাণ্ডব সামাল দিতে ব্যর্থতার দায়ে আদালতে নরেন্দ্র মোদীর সমালোচনার পর এ নিয়ে মুখ খুললেন তিনি। শনিবার বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হরিয়ানা ও পাঞ্জাবের হাইকোর্টের বিচারপতিরা বলেন, মোদী ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির নন। তাদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা নেয়ার স্বার্থে গুরমিতের গুণ্ডা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। একে রাজনৈতিক আত্মসমর্পণ বলেও উল্লেখ করেছেন বিচারপতিরা। এদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাত্তারের বিরুদ্ধে গুরমিতের ভক্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে। গুরমিতের ভক্তদের তান্ডবে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আড়াইশো'র বেশি মানুষ। পরিস্থিতি নাজুক দিকে মোড় নেয়ায় গুরমিতের সাজা ঘোষণার জন্য সোমবার হরিয়ানার রোটাক কারাগারে বিশেষ আদালত বসানোর সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য করুন: