• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বান্দরবানে অবস্থান করছে কয়েক হাজার রোহিঙ্গা

প্রকাশিত: ০৫:৩৩, ২৮ আগস্ট ২০১৭

আপডেট: ০৫:৩৩, ২৮ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
বান্দরবানে অবস্থান করছে কয়েক হাজার রোহিঙ্গা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জলপাইতলিতে অবস্থান করছে কয়েক হাজার রোহিঙ্গা। বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তারা। টেকনাফ থেকে ফেরত পাঠানো হয়েছে একশ' ৪১ জনকে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা রোহিঙ্গাদের ঘিরে রেখেছেন বিজিবি সদস্যরা। তবে তাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত প্রায় এক হাজার রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে ঢুকেছে। বিভিন্ন সীমান্ত এলাকায় হাজারো রোহিঙ্গা বাংলাদেশের ঢোকার চেষ্টা করছে। এদিকে, গুলিবিদ্ধ আরও পাঁচ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে। তাদের মধ্যে এক শিশু ও এক কিশোর রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন: