সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ব্যস্ত- রিজভী
রোহিঙ্গা ইস্যু ও চালের বাজারের দিকে নজর না দিয়ে সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টনে বিএনপির কোন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা এখন ভয়াবহ রূপ নিয়েছে, কিন্তু সরকারের সেদিকে কোন খেয়াল নেই।
আর চালের বাজারের অস্থিরতা ও খোলা বাজারে চাল বিক্রি নিয়ে সরকার তামাশা করছে বলেও অভিযোগ তার। বলেন, ওএমএসের মাধ্যমে নিম্ন মানের চাল কিনতে জনগণকে বাধ্য করা হচ্ছে। রিজভী বলেন, এবার পঁচা চাল আমদানি করে তা বিক্রির পাঁয়তারা চলছে।
মন্তব্য করুন: