• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় পরিচয়পত্র নিয়ে যতো প্রশ্ন

প্রকাশিত: ১৩:৪০, ১৪ মে ২০২১

আপডেট: ১৩:৪৭, ১৪ মে ২০২১

ফন্ট সাইজ
জাতীয় পরিচয়পত্র নিয়ে যতো প্রশ্ন

বর্তমানে প্রায় সবকাজেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজন হচ্ছে। অনেক সময় নানান কারণে এনআইডি'র তথ্য সংশোধনের প্রয়োজন হয়। কীভাবে এনআইডি সংশোধন করা যায় বা কোন ধরনের সংশোধনের জন্য কী দলিল দিতে হয়, তা অনেকেই জানেন না। এ বিষয়ে নানান প্রশ্ন অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। নির্বাচন কমিশন (ইসি) বেশকিছু প্রশ্ন ও উত্তর দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করেছে।

এনআইডি সম্পর্কে ইসির দেওয়া প্রশ্ন ও উত্তর নিম্নে তুলে ধরা হলো:

প্রশ্ন: এনআইডি'র তথ্য কীভাবে সংশোধন করা যায়?
উত্তর: এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া https://services.nidw.gov.bd/ সাইটে গিয়ে অনলাইনেও আবেদন করা যাবে।

প্রশ্ন: এনআইডি সংশোধন করা হলে তার কী কোনো রেকর্ড রাখা হবে?
উত্তর: সকল সংশোধনের রেকর্ড ইসির সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।

প্রশ্ন: ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কী কী সনদ দাখিল করতে হবে?
উত্তর: জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।

প্রশ্ন: আমি অবিবাহিত। আমার এনআইডিতে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে। কীভাবে তা সংশোধন করা যাবে?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে।

প্রশ্ন: বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?
উত্তর: নিকাহনামা ও স্বামীর এনআইডি'র ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। তবে হিন্দু ধর্মের কেউ তার নামে সঙ্গে স্বামীর পদবী যোগ করতে পারবেন না।

প্রশ্ন: বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন এনআইডি থেকে স্বামীর নাম কীভাবে বাদ দিতে হবে?
উত্তর: বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।

প্রশ্ন: বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করতে পারি?
উত্তর: প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

প্রশ্ন: আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কীভাবে করতে পারি?
উত্তর: এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।

প্রশ্ন: আমার এনআইডি'র ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কী করা দরকার?
উত্তর: এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

প্রশ্ন: নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর: এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

প্রশ্ন: নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর: এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।

প্রশ্ন: পিতা/মাতাকে 'মৃত' উল্লেখ করতে চাইলে কী কী সনদ দাখিল করতে হয়?
উত্তর: পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।

প্রশ্ন: ঠিকানা কীভাবে পরিবর্তন/সংশোধন করা যায়?
উত্তর: শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে ফরম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।

প্রশ্ন: আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না। লোকে বলে এনআইডি–তে বয়সটা বাড়ালে ঐ সকল ভাতা পাওয়া যাবে?
উত্তর: এনআইডিতে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশ্ন: একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কীভাবে তা সংশোধন করা যায়?
উত্তর: সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে NID Registration Wing/ উপজেলা/জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে। এছাড়া https://services.nidw.gov.bd/ সাইটে গিয়ে অনলাইনেও আবেদন করা যাবে।

প্রশ্ন: আমি পাশ না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার বেশি লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কী?
উত্তর: আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এস.এস.সি পাশ করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।

প্রশ্ন: এনআইডিতে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এ ভুল কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর: ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।

প্রশ্ন: রক্তের গ্রুপ অন্তর্ভূক্ত বা সংশোধনের জন্য কী করতে হয়?
উত্তর: রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হয়।

প্রশ্ন: বয়স/ জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?
উত্তর: এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

প্রশ্ন: স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কীভাবে করতে পারি?
উত্তর: নতুন স্বাক্ষর এর নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।

প্রশ্ন: আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই, কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্ন: একটি এনআইডি কার্ড কতবার সংশোধন করা যায়?
উত্তর: এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না।

প্রশ্ন: এনআইডি হারিয়ে গেছে। কীভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তর: নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। এছাড়া অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে।  অনলাইনে আবেদনের পর কর্তৃপক্ষ তা অনুমোদন করলে নিজেই তা ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যায়। 

প্রশ্ন: হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কী কোনো ফি দিতে হয়?
উত্তর: হারানো আইডি কার্ড পেতে/সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি দিতে হয়।

প্রশ্ন: হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তর: হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

প্রশ্ন: হারিয়ে যাওয়া আইডি কার্ড কীভাবে সংশোধন করব?
উত্তর: প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।

প্রশ্ন: প্রাপ্তি স্বীকারপত্র/স্লিপ হারালে করণীয় কি?
উত্তর: স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।

প্রশ্ন: প্রাপ্তি স্বীকারপত্র /এনআইডি হারিয়ে গেছে কিন্তু কোনো তথ্য নেই বা এনআইডি নম্বর/ভোটার নম্বর/স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কী করণীয়?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিস থেকে ভোটার নম্বর সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।

প্রশ্ন: জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কীভাবে সম্ভব?
উত্তর: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদিসহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।

প্রশ্ন: আমার স্মার্টকার্ড প্রিন্ট হয়েছে কি না বা প্রিন্ট হলে সেটি কীভাবে খুঁজে পাবো?
উত্তর: স্মার্টকার্ডের অবস্থান জানতে মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস এনআইডিতে যে ১৭ ডিজিটের নম্বর আছে সেই নম্বরগুলো লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিন। আর আপনার এনআইডিতে যদি ১৩ সংখ্যার ডিজিট থাকে তাহলে এনআইডি নম্বরের পূর্বে আপনার ৪ সংখ্যার জন্মসাল বসিয়ে ১৭ সংখ্যা করে নিন।
উদাহরণ: SC NID XXXXXXXXXXXXXXXX লিখে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনার স্মার্টকার্ড প্রিন্ট হলে তার অবস্থান চলে আসবে।

প্রশ্ন: নতুন ভোটার হয়েছি, এনআইডি হয়েছে কি না কিভাবে জানতে পারবো? 
উত্তর: যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস-এর মাধ্যমে এনআইডি নম্বর পেতে NID লিখে স্পেস দিয়ে Form No লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ-মাস-সাল লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএস এ এনআইডি নম্বর পেয়ে যাবেন।
উদাহরণ: NID XXXXXXXX 26-03-2003 লিখে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।

প্রথম দিকে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবায় কোনো টাকা না নিলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2