কাল থেকে অভিযানের ঘোষণা, রমনা পার্কের মতো হবে সোহরাওয়ার্দী উদ্যান

ফাইল ছবি
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের একই সিদ্ধান্তের কথা জানায় ঢাবি প্রশাসন।
এর আগে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের পর রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেয়াল নির্মাণ এবং বৃহস্পতিবার (১৫ মে) থেকে অভিযান শুরু দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বুধবার (১৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রেইড শুরু হবে। আগস্ট থেকে আমরা ন্যূনতম পাঁচবার রেইড দিয়েছি।
তিনি বলেন, আমরা রেইড নিয়মিত করে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি করা হবে যারা এ বিষয়ে তদারকি করবে। পর্যাপ্ত লাইটের ও সিসিটিভির ব্যবস্থা করা হবে। রমনা পার্ককে মাথায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে আধুনিক পার্কে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে একটি স্টাডি করা হবে। উদ্যানকে মাথায় রেখে একটি পুলিশ বক্স বসানোর জন্য ডিএমপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: