• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেঘ পাখি একা

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৫

আপডেট: ০৪:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ফন্ট সাইজ
মেঘ পাখি একা

রচনা ও পরিচালনা: মোহন খান প্রচার সময়: ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। অভিনয়ে: সজল, ফারাহ রুমা, তানজিন তিশা, প্রিয়া আমান, সমাপ্তি, স্বাধীন খসরু, শেলী, নিলয় প্রমুখ।   মোহন খান-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘মেঘ পাখি একা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, ফারাহ রুমা, তানজিন তিশা, প্রিয়া আমান, সমাপ্তি, স্বাধীন খসরু, শেলী, নিলয় প্রমুখ।   আশা জানিয়ে দেয় সে আর সজলের সাথে সংসার করবেনা। একটা কারনে আর মাত্র চার মাস সে এক সাথে থাকবে। ইচ্ছে করলে সজল অন্য কারো সাথে সম্পর্ক গড়ে নিতে পারে। আশার এরকম সিন্ধানেৱ সজল কষ্ট পায় এবং খুব অল্প সময়ের মধ্যে তারই অফিসের এক কম বয়সী সহকর্মী তিশার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন' এটা মানতে পারে না তিশার প্রাক্তন প্রেমিক সমাপ্তি এবং সজলেরই অফিসের একজন সহকর্মী প্রিয়া। প্রিয়া চেষ্টা করে সে তার বসের এরকম সম্পর্কের অবসান ঘটাতে। সে সাহায্য নিতে যায় আশার কাছে। আশা তখন শোনায় এক অজানা কাহিনী।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2