• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

র`র এজেন্ট বলতে মুফতি ইব্রাহীম কাদের বুঝিয়েছেন জানতে চায় ডিবি

প্রকাশিত: ১৫:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:০১, ২৮ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
র`র এজেন্ট বলতে মুফতি ইব্রাহীম কাদের বুঝিয়েছেন জানতে চায় ডিবি

বাংলাভিশন ডিজিটাল

ফেসবুক লাইভে মুফতি কাজী ইব্রাহীম বলেছিলেন, 'হিন্দুস্তানের দালাল' এবং র'র এজেন্টরা তাকে গুম করতে চায়'। তিনি এসব কথার দ্বারা কাদেরকে বুঝিয়েছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন জায়গায় তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।

হারুন-অর-রশীদ আরও বলেন, গতকাল রাতেও ফেসবুক লাইভে মুফতি ইব্রাহীম বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র'র এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময় করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসএইচ/এওয়াইএইচ

মন্তব্য করুন: