• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১০:১২, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর বংশালে মোছা. পান্না বেগম (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রবিবার (২৪ অক্টোবর) রাতে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জুবায়ের বলেন, আমি রাতে বাসায় এসে দেখি দরজা খোলা। আমার মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। মায়ের হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল কোনো কিছুই নেই। নাকের ওপর সামান্য কাটা দাগ দেখতে পাই, সেখান দিয়ে রক্ত বের হচ্ছিলো। পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবায়ের আরও জানান, তারা বংশালের সুরিটোলার সিদ্দিক বাজার এলাকার ৩৭/১ নম্বর বাসায় ভাড়া থাকেন। তার বাবার নাম মমিন কাজী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: