• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ, রাইদা’র ৫০ বাস আটক

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:২১, ১৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ, রাইদা’র ৫০ বাস আটক

সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে প্রায় ৫০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা। এতে করে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।

এই বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে। তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার তা নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে রাখে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।

বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: