ফেসবুক লাইভে এসে শ্বশুরের আত্মহত্যাঃ নায়ক রিয়াজের মামলা
								
													ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজ-এর শ্বশুর আবু মহসিন খান-এর আত্মহত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে চিত্রনায়ক রিয়াজ এই মামলা করেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু মহসিন খান-এর মৃত্যুর ঘটনায় তার মেয়ের জামাই চিত্রনায়ক রিয়াজ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। আমরা সব বিষয়ে তদন্ত করে দেখছি। এই ঘটনার জন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিভি/এসএইচ/রিসি
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: