১৩ বছরে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে চারগুণঃ হাছান মাহমুদ

ফাইল ছবি
করোনা ও সাম্প্রতিক যুদ্ধের কারণে কিছু কিছু পণ্যের মূল্য সারা বিশ্বের মতো বাংলাদেশেও বেড়েছে। তবে দেশের মানুষ না খেয়ে নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নারী দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৩ বছরে দেশে মাথাপিছু আয় তিনগুণ এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা চারগুণ বেড়েছে। অথচ গত কয়েক দিন ধরে মির্জা ফখরুলরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন।
আরও পড়ুন:
দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে অপপ্রচার চালাচ্ছে। তাদের সময়ের চেয়ে দেশের মানুষ এখন অনেক ভালো আছে। তথ্যমন্ত্রী আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নওেয়া হচ্ছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: