• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওনঃ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:২৩, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওনঃ তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলো বলিউড অভিনেত্রী ও পর্নস্টার সানি লিওন। ভিসা আবেদনে নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ায় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘১০ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ভারতীয় ১০ জন তারকা ভিসার আবেদন করেছিলো। পরে যাচাই-বাছাইয়ে সানি লিওন-এর পরিচয় প্রকাশ পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সুপারিশ করে।

তথ্যমন্ত্রী বলেন, ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিলো। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ।

বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।

এর আগে গত ৯ মার্চ সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিলো সানি লিওন-এর। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিলো সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিলো প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2