• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুই-তিন মাসের মধ্যে নিত্যপণ্যের বাজার আরও খারাপ হবেঃ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ১৮:২২, ১৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দুই-তিন মাসের মধ্যে নিত্যপণ্যের বাজার আরও খারাপ হবেঃ ভূমিমন্ত্রী

ফাইল ফটো

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে আগামী দুই থেকে তিন মাসে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। 

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রামে মোটেল সৈকতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত মাদক নির্মূল বিষয়ক বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন-হুড়োহুড়ি সরকার দেখছে বলে জানিয়ে মানুষের অসহায়ত্ব দূর করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও দাবি করেন ভূমিমন্ত্রী।

কর্মশালায় মন্ত্রী মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে মাদকবিরোধী জোর প্রচারণার পরামর্শ দেন। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিভি/কেএস

মন্তব্য করুন: