• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

‘সৌদিতে থাকা কিছু রোহিঙ্গার কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট’

প্রকাশিত: ২১:১২, ২১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘সৌদিতে থাকা কিছু রোহিঙ্গার কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট’

সৌদি সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন

সৌদি আরবে বাংলাদেশের অনেক প্রবাসীরা রয়েছেন। সেই ভীড়ের মধ্যে সুযোগ বুঝে জায়গা করে নিয়েছেন কিছু রোহিঙ্গাও। দালালচক্রকে দিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়ে সেখানে বাংলাদেশি নাগরিক হিসেবে অবস্থান করছেন বেশ কিছু রোহিঙ্গা নাগরিক। এমন তথ্যই জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

সোমবার (২১ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাস আয়োজিত কক্সবাজারে সৌদি সরকারের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে থাকা কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকার বিষয়ে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা কখনো বিদেশি নাগরিকদের হাতে পাসপোর্ট দেই না এবং দেয়ার বিষয়ে আমরা ভুলেও চিন্তা করি না।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তা দেবে সৌদি আরব। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে আরও সক্রিয় ভূমিকা রাখবে সৌদি সরকার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2