• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাত ১২টার পর থেকে ফের অনলাইনে মিলবে রেলের টিকিট

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাত ১২টার পর থেকে ফের অনলাইনে মিলবে রেলের টিকিট

শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে ফের অনলাইনে মিলবে রেলের টিকেট, কমবে ভোগান্তি, দাঁড়াতে হবে না ঘন্টার পর ঘন্টা লাইনে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে শুধু ওয়েবসাইটেই মিলবে টিকিট, কোনো অ্যাপে পাওয়া যাবে না। 

জানা গেছে, অনলাইনে টিকিট এর নতুন ওয়েবসাইট (http://www.eticket.railway.gov.bd/) এ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর যথাযথ পদ্ধতি অনুসরণ করে কাটতে হবে টিকিট। পুরোনো অ্যাকাউন্ট দিয়ে লগইন করা যাবে না নতুন সাইটে। 

রেলের টিকিটিং সেবা প্রদানকারী সিএনএস লিমিটেডের কাছ থেকে সেবাটি সহজকে স্থানান্তার করা হয়েছে। এই স্থানান্তার জনিত কারনে রেলের টিকিটিং সেবা কয়েকদিন বন্ধ ছিল। এতে প্রচুর ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগনকে। 
ঘন্টায় পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কেউ কেউ পাননি কাঙ্খিত গন্তব্যের টিকিট। কেউবা আবার ফিরেছে খালি হাতে। অনেকের অভিযোগ ছিল, ই-টিকিটিং সেবা বন্ধের বিষয়টি জানতেন না তারা। সাধারণ মানুষের এসব কষ্ট লাঘব হবে শুক্রবার (২৫ মার্চ) রাত ১২ টার পর। 
 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: