• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল

প্রকাশিত: ০০:৩২, ২৬ মার্চ ২০২২

আপডেট: ০০:৩৪, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল

শনিবার (২৬ মার্চ,) বাংলাদেশের স্বাধীনতা দিবস ও শহীদ দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বাংলাদেশের এই স্বাধীনতা উদযাপন আযোজনে বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল ও শরীক হয়েছে। গুগল.কম লিখে সার্চ দিলে হোম পেজে সুন্দর ডিজাইনে বাংলাদেশের পতাকার নিচে গুগল লেখা দেখা যাবে। এই লেখার উপর কার্সর ধরে রাখলে “ Bangladesh independence day 2022” লেখাটি দেখা যাচ্ছে। 

পতাকার উপর ক্লিক করলে পেজের উপরের দিকে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শন করছে গুগল। পেজের ডান দিকে বাংলাদেশের পতাকা হাতে শহীদদের প্রতিকী ছবি দেখা যাচেছ। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2