শনিবার রাতে কানাডায় গেল বিমানের প্রথম ফ্লাইট

জল্পনা-কল্পনা শেষে শনিবার (২৬ মার্চ) রাত পৌনে এগারটার দিকে টরেন্টোর পথে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইটটি ৭০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে।
বিমানের এই ফ্লাইট নিয়ে সমালোচনার মধ্যেই পরীক্ষামূলক এই ফ্লাইটের বিষয়ে গেল সপ্তাহে সংবাদ সম্মেলন করে বিমান। সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্লাইটটি বেশির ভাগ সরকারি কর্মকর্তাদের নিয়ে পরিচালিত হবে। নিয়ম রক্ষার এই ফ্লাইট পরিচালনায় চার কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়। এছাড়া টরেন্টোতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় আরো ১২ সপ্তাহ লাগবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ২০২০ সালে কানাডায় ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ।
শনিবার (২৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিমানের ফ্লাইট বিজি ৩০৫ ৭০ জন যাত্রী নিয়ে টরেন্টো পিয়ারসন আর্ন্তজাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। পরের দিন স্থানীয় সময় সোয়া সাত টায় টরেন্টোতে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: