• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছেঃ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১৮:১৩, ২৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:১৮, ২৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছেঃ পরিকল্পনামন্ত্রী

জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছে বলে দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয় বাড়ায় বাজার থেকে কিনে খেতে পারছে। 

রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বৈরি আবহাওয়ায় কৃষিজ উৎপাদন : অস্থিতিশীল বৈশ্বিক কৃষি পণ্যের বাণিজ্য’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এই সময় মন্ত্রী বলেন, তিনি কৃষির পাশে আছেন এবং কৃষিতে আরও বরাদ্দ বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। কৃষিতে বৈরী আবহাওয়ার শিকার। বৈরী আবহাওয়া থেকে কৃষিকে বাঁচাতে কৌশল বের করতে হবে। এ বিষয়ে আরও গবেষণা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2