• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম

দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যানগণকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম।

বুধবার (২৭ এপ্রিল) সংগঠনটির সদস্য সচিব মো. মহিউদ্দিন মহারাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সময়োপযোগী এই সিদ্ধান্তকে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম স্বাগত জানায়। জেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যানগণকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানের মাধ্যমে উন্নয়নের মহাসড়কের বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে  দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম। 

বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম।

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2