• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সাজেক ভ্যালি যাবেন রাষ্ট্রপতি, ৬ দিনের জন্য সব রিসোর্ট বন্ধ

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে

প্রকাশিত: ১৭:৫০, ২৯ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:০৯, ২৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সাজেক ভ্যালি যাবেন রাষ্ট্রপতি, ৬ দিনের জন্য সব রিসোর্ট বন্ধ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের অবকাশ যাপনে রাঙ্গামাটির সাজেক ভ্যালি আসছেন। আগামী ১২ থেকে ১৪ মে তিনদিন সাজেকে অবস্থান করবেন রাষ্ট্রপতি। সাজেক সফরকালে তাঁর নিরাপত্তায় যাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে তাই বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

আগামী ১৫ মে থেকে যথারীতি রিসোর্ট ও কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। 

গতকাল বৃহস্পতিবার সমিতির ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাদের পেইজে দেয়া তথ্যে বলা হয় ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সাজেকে রিসোর্ট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, ‘রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয় সেজন্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।’

বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মের পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন। ১৫ মে থেকে সব রিসোর্ট ও কটেজ খুলে দেয়া হবে।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2