• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নাহিদ ও মোরসালিনের পরিবারের কাছে দুটি মিনি ট্রাক হস্তান্তর

প্রকাশিত: ১৬:৫৩, ৩০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নাহিদ ও মোরসালিনের পরিবারের কাছে দুটি মিনি ট্রাক হস্তান্তর

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নিহত দোকানকর্মী নাহিদ ও মোরসালিনের পরিবারের কাছে দুটি মিনি ট্রাক হস্তান্তর করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (৩৯ এপ্রিল) সকালে সংগঠনটির অফিসে মোরসালিনের পরিবারের হাতে চাবি তুলে দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এরপর কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদের পরিবারের কাছেও চাবি হস্তান্তর করা হয়। 

এ সময় দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ব্যবসায়ী-শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। তিনি বলেন, এতো অগোছালো ফুটপাত বিশ্বের আর কোন দেশে নেই, সেজন্য ফুটপাতে হকারদের একটি নিয়ম-শৃংখলার মধ্যে আনা দরকার। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী মোশারফ হোসেনকেও ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2