• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউপি ভোট: সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ

প্রকাশিত: ১৯:১০, ৫ মে ২০২২

আপডেট: ১৯:২৪, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
ইউপি ভোট: সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ

আগামী ১৫ জুন ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র পূরণ ও আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয়ে অবগত করার জন্য এইসব ইউপি'র সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রিটার্নিং অফিসাররা উপস্থিত থেকে দিক নির্দেশনা দেবেন।

এই বিষয়ে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, ইতিমধ্যে নির্দেশনাটি সকল রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।  ওই বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন:

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়- সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠানঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনােনয়নপত্র দাখিলের পূর্বে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করতে হবে। বৈঠকে মনােনয়নপত্র পূরণ, আচরণ বিধির বিভিন্ন বিষয়াদি সম্পর্কে ধারণা প্রদান, আচরণ বিধি লংঘনের শাস্তি, বিধিমালার বিধিতে বর্ণিত অপরাধসমূহ এবং অপরাধের দণ্ড ইত্যাদি সম্পর্কে ধারণা দিতে হবে। সর্বোপরি ওই বৈঠকে সকলকে সহযােগিতার জন্য আহ্বান জানাতে হবে।

চেয়ারম্যান প্রার্থীরা তাদের নির্বাচনি সমুদয় ব্যয় একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্ট হতে খরচ করবেন এবং নির্বাচনি ব্যয়ের রিটার্নের সাথে ব্যাংক বিবরণীও জমা দেয়ার বিষয়টি জানিয়ে দিতে হবে। এইক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীদের একটি ভিন্ন ব্যাংক একাউন্ট খুলতে হবে, যা মনােনয়নপত্রে উল্লেখ করতে হবে। তবে সংরক্ষিত এবং সাধারণ সদস্য পদের প্রার্থীদের ব্যাংক একাউন্ট খুলতে হবে না বা নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে,  প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
 

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2