• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অশনি’র প্রভাবে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৫, ১১ মে ২০২২

ফন্ট সাইজ
অশনি’র প্রভাবে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি রাঙামাটির সাজেক-ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ মে) সকালে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, মঙ্গলবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফর বাতিলের বিষয়ে তাদের জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচিটি ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।’
 

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2