• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

‘শ্রীলঙ্কার মতো অবস্থায় নেই বাংলাদেশ, তবে সতর্ক হতে হবে এখনই’

দিপন দেওয়ান

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
‘শ্রীলঙ্কার মতো অবস্থায় নেই বাংলাদেশ, তবে সতর্ক হতে হবে এখনই’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি বলেছেন, শ্রীলঙ্কার মতো অবস্থায় বাংলাদেশ পৌঁছেনি, তবে অর্থনীতির জন্য সতর্ক হতে হবে এখনই। শনিবার (১৪ মে) সকালে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সাবেক এই পররাষ্ট্র সচিব আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির কিছুটা প্রভাব কাউকে ক্ষমতায় আনা বা সরাতে পারবে না। 

পাকিস্তানের ইমরান খান সরকার পতনের কারণ নিয়ে শনিবার এফডিসিতে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি এবং গ্রীন ইউনিভার্সিটি। উভয় পক্ষ পাকিস্তানে ইমরান খান সরকারের রপতন নিয়ে নিজস্ব যুক্তি তুলে ধরেন। 

এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, পাকিস্তানে গণতন্ত্র কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বাংলাদেশকেও পাকিস্তানের পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। 

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশকে রাজনৈতিক অবস্থান, সহনশীলতা, দ্বন্দ-সংঘাত পরিহার করতে হবে যেনো রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত হয়ে না পড়ে। 

পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: