• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মুজিব বায়োপিকের সমালোচনার জবাব দিলেন নির্মাতা

প্রকাশিত: ১৫:৫০, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
মুজিব বায়োপিকের সমালোচনার জবাব দিলেন নির্মাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র 'মুজিব' এর ট্রেলার নিয়ে নেটমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। আরেফিন শুভর মেকআপ, দূর্বল ভিএফএক্স, ইতিহাসের সঙ্গে ট্রেলারের দৃশ্য না মেলা সহ নানান অসঙ্গতি তুলে ধরছেন নেটিজেনরা।

‘মুজিব’ এর ট্রেলার কান উৎসবের তৃতীয় দিন প্রকাশ করা হয়। ট্রেলারটি সামাজিক মাধ্যমে আসলে শুরু হয় সমালোচনার ঝড়। এরই প্রেক্ষিতে সমালোচনার জবাব দিলেন চলচ্চিত্রের নির্মাতা শ্যাম বেনেগাল। টেলিগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুনেছি চলচ্চিত্রটি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। কিন্তু কেন করা হচ্ছে তা আমার বোধগম্য নয়। 

তিনি বলেন, ৯০ সোকেন্ডের ট্রেলার পুরো সিনেমার মানদন্ড হতে পারে না। যেহেতু শুধুমাত্র ট্রেলার প্রকাশ করা হয়েছে তাই যে কেউ শুধুমাত্র টেলার নিয়েই মন্তব্য করতে পারেন, পুরো সিনেমা নিয়ে নয়। বেনেগাল বলেন, কান উৎসবে এর উপস্থপান বেশ ভালো ছিল। 

এর আগে সুভাষ চন্দ্র বসু , মহাত্মা গান্ধী এবং সত্যজিৎ রায়ের বায়োপিক বানিয়েছেন শ্যাম বেনেগাল। দীর্ঘ এক যুগ পর 'মুজিব: একটি জাতির রূপকার' নির্মাণের মাধ্যমে আবারও তিনি নির্মাণে ফিরলেন। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2