• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

হামলা, নির্যাতন কোন বাধা সৃষ্টি করতে পারবে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:৪০, ৩০ মে ২০২২

আপডেট: ১৩:৪২, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
হামলা, নির্যাতন কোন বাধা সৃষ্টি করতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন হামলা শুরু করেছে। এবার হামলা নির্যাতন কোন বাধা সৃষ্টি করতে পারবে না। জনগনকে সাথে নিয়ে গনতান্ত্রিক উপায়ে মোকাবিলা করে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে।

বিএনপি পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামীলীগ নেতাদের এমন বক্তব্য প্রত্যাখান করে মির্জা ফখরুল বলেন জনগনের দৃষ্টি অন্যদিকে নিতে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে ক্ষমতাসীনদলের নেতারা ।

গনতন্ত্র রক্ষায় জনগন রাজপথে নামা শুরু করেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: