• NEWS PORTAL

  • শনিবার, ১১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন তবে সব দলের অংশগ্রহণ প্রয়োজন

প্রকাশিত: ১২:৫৯, ১২ জুন ২০২২

আপডেট: ১৩:৩৩, ১২ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন তবে সব দলের অংশগ্রহণ প্রয়োজন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন সকলের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। তবে এজন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার (১২ জুন) সকাল ১১টায় শুরু হওয়া সংলাপে তিনি এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে আজ নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে বসেছে নির্বাচন কমিশন।

সংলাপে নুরুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশনকে যতোই স্বাধীন বলুন না কেন, কিছু কাজ সরকারের মধ্য দিয়ে যেতে হয়। আচরণবিধি মানার ক্ষেত্রে কমিশনকে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’

নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন একেবারে দরকার নেই। কারণ, নির্বাচন পরিচালনায় তারা কোনো কাজে আসে না।’

নির্বাচনে এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনেরও প্রয়োজন নেই উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘৭৫ শতাংশ টাকা খরচ হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। এর বিকল্প হিসেবে দরকার ইভিএম।’

তিনি বলেন, ‘এখন নির্বাচন পরিস্থিতি ভিন্নতর। আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকের পাশাপাশি পরীক্ষামূলকভাবে যোগ্য নির্বাচন কর্মকর্তাদের দিয়ে দায়িত্ব পালন করতে হবে বলে প্রস্তাব রাখেন তিনি।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2