• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রধানমন্ত্রীকে বলবো এখন মানুষের দিকে নজর দিন: জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশিত: ১৪:০০, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীকে বলবো এখন মানুষের দিকে নজর দিন: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তার জীবনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার সময় জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দে আছি। ইতিহাসে একাত্তর সালেও অংশ নিতে পেরেছিলাম, আজকে দর্শন (পদ্মা সেতু) করতে পারছি। এতে আমার জীবনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। আমাদের জাতির সাহসী উদ্যোগের জন্য।’

তিনি বলেন, ‘তবে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আরও মহানুভব হওয়ার জন্য আবেদন করছি। উনাকে এখন নজর দিতে হবে প্রান্তিক মানুষের প্রতি। ভালো কাজ উনি অনেকগুলো করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের জীবনে হিউমার কমে গেছে। আমাদের প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন চুবাবো-উঠাবো, এটাকে এত সিরিয়াসলি না নিলেও হতো।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। জাতি এতে গৌরবান্বিত। প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটা তাঁর বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন ৭ মার্চে।’
 
আজ সকাল ১০টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমন্ত্রিত ছিলেন দেশের সাড়ে তিন হাজার বিশিষ্টজন। ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সমাজের নানা পেশার বিশিষ্ট নাগরিকেরা। জাফরুল্লাহ চৌধুরীও অতিথিদের একজন ছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সবাই বলেছিল, এই সেতুর নাম হাসিনা সেতু করতে। উনি করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ইতিহাসে অনেক কিছু দেখেছি। মুক্তিযুদ্ধ দেখেছি। এবার পদ্মা সেতুর উদ্বোধন দেখলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন দেশের মানুষের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী বড় বড় কাজ করেই ফেলেছেন। এখন মানুষের দিকে নজর দিতে হবে। একত্রে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2