• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৩:২৮, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরিমি ব্রুয়ার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি বলেন, ‘আলোচনা কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় তাদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে, নির্বাচন কিভাবে হয় সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’

নির্বাচন কমিশনার বলেন, তিনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে থাকবেন এবং তিনি বাংলাদেশের নির্বাচন কেমন হয় সেটা দেখতে আগ্রহী।

কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনো পরমর্শ দেননি। তারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা নির্বাচন ভালো হয়েছে। শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা ব্যাখ্যা করেছি। তারা আগ্রহ দেখাচ্ছিলেন যে, কুমিল্লা নির্বাচনে যে একটি মহামারি হলো, বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেটা আমরা ব্যাখ্যা করেছি।’

‘আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে’ যোগ করেন সিইসি।

বিভি/এইচকে/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2