• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অনিয়ম ঠেকাতে পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল

প্রকাশিত: ১৭:২০, ২৭ জুন ২০২২

আপডেট: ১৭:৫৩, ২৭ জুন ২০২২

ফন্ট সাইজ
অনিয়ম ঠেকাতে পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল

চালুর প্রথম দিন থেকেই নিয়ম ভাঙার মোহৎসব শুরু হয় পদ্মা সেতুতে। এমনকি উচ্ছৃঙ্খলার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ায় দুর্ঘটনায় দুজন নিহতও হয়েছেন। যেখানে বারবার বলা হয়েছে সর্বোচ্চ গতিসীমা ৬০ কি.মি। সেখানে ১০০ কি.মি. গতিতে মোটরসাইকেল চালিয়েছেন অনেকে।

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অতি উৎসাহী জনতাকে। তবে কঠোর থেকে আরও কঠোর হচ্ছে প্রশাসন। অনিয়ক ঠেকাতে একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে তারা। সর্বশেষ পদ্মা সেতুতে টহলে নামানো হয়েছে সেনাবাহিনীকে।

সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হেঁটেও উঠতে দেওয়া হচ্ছে না মানুষকে। কেউ যেন অনিয়ম না করে সেজন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। 

রবিবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিওতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সোমবার বলতে গেলে খালি ছিল রাস্তা।
 
সোমবার সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর টহল গাড়ি তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

এ দিন পুরো সেতু এলাকাতেই রোববারের চেয়ে বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: