• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারের সহযোগিতা নেবো, আওয়ামী লীগের নেবো না: সিইসি

প্রকাশিত: ১৯:০৪, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
সরকারের সহযোগিতা নেবো, আওয়ামী লীগের নেবো না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় তিনি সরকারের সহযোগিতা নেবেন, আওয়ামী লীগের সহযোগিতা নেবেন না। তিনি জানিয়েছেন আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করা হবে।

মঙ্গলবার (২৮ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক চাপ আমাদের ওপর নেই। প্রধানমন্ত্রীও বলেছেন, সেই সময় সরকার থাকবে কিন্তু আওয়ামী লীগ থাকবে না। সরকার আর আওয়ামী লীগ এক না। আমরা সরকারের কাছে সহযোগিতা নেবো। আওয়ামী লীগের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা নেবো না। প্রশ্নই আসে না।  

সিইসি বলেন, ‘ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক না থাকায় হ্যাকিংয়ের কোনো আশঙ্কা নেই। গুজব শুনতে ভালো লেগেছে। এখন আমাকে নিয়ে যেসব কথা শুনি, সেগুলো কিন্তু সত্যি নয়। অথচ আমি আগে এভাবেই গুজব বিশ্বাস করতাম।’

তিনি বলেন, ‘আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবো, তখন সব বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা কোনো বাজে মতলব নিয়ে আসিনি বা আমাদের কোনো পক্ষ থেকে এ ধরনের কোনো আশ্বাসও কেউ দেননি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সহায়তা পাওয়ার অধিকারী। সেই সহায়তা আমরা আদায় করে নেবো। যে সহায়তার আমরা প্রাপ্য সেই সহায়তা আমাদের দিতে হবে। সেই সহায়তা যদি দেওয়া না হয়, সুন্দর নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘আমরা সবার মধ্যে ঐক্য চাচ্ছি, নির্বাচনের মাঠে সবাই থাকবে। বিভিন্ন দলের উপস্থিতি নির্বাচনের মাঠে এক ধরনের ভারসাম্য সৃষ্টি করে ‘

বিভি/এনএ

মন্তব্য করুন: