• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী রজব আলী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৯, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী রজব আলী গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পলাতক আসামি কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২ জুলাই) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‌্যাব।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2