• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কমলাপুরে অগ্রিম টিকিটপ্রাপ্তির শেষদিনের সংগ্রাম চলছে

প্রকাশিত: ০৯:৪০, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কমলাপুরে অগ্রিম টিকিটপ্রাপ্তির শেষদিনের সংগ্রাম চলছে

ঈদে ঘরে ফেরার আয়োজনে ব্যস্ত রাজধানীবাসী। যার প্রথম প্রস্তুতি অগ্রিম টিকিট সংগ্রহ। যা রীতিমত সোনার হরিণে পরিণত হয়েছে। ট্রেনের অগ্রিম টিকিট পেতে সেই দিন থেকেই তীব্র ভিড় চলছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ অগ্রিম টিকিট বিক্রির শেষদিনও কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। যারা অনেকেই সোমবার কিংবা তারও আগের দিন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন শুধু টিকিটের অপেক্ষায়। আজ দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের টিকিট।

তাদের সঙ্গে কথা জানা গেছে, কম খরচ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রার জন্য এতো ভোগান্তি সত্ত্বেও ট্রেনের টিকিট সংগ্রহ করছেন। বাসের চেয়ে তুলনামূলক খরচ কম এটাই বড় প্রাপ্তি তাদের। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় ক্ষোভ রয়েছে তাদের মনে।

এছাড়াও অনেকে বাসের টিকিট সংগ্রহ করতে না পেরে ট্রেনের টিকিট সংগ্রহের আশায় লাইনে দাঁড়িয়েছেন। পরিবার-পরিজনদের নিয়ে বাড়িতে ঈদ আনন্দ উদযাপনের যাত্রার প্রথম প্রস্তুতির এই ভোগান্তিতে অনেকেই যাত্রা বাতিলও করেছেন।

গত ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এরপর প্রতিদিনই দেয়া হয়েছে টিকিটি। ১, ২, ৩, ৪ ‍ও ৫ জুলাই দেয়া হচ্ছে অগ্রিমি টিকিট। প্রথমদিন দেয়া হয়েছে ৫ জুলাইয়রে যাত্রার টিকিট এরপর ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। 

আগামী বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2