• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও চাল ও নগদ অর্থ বরাদ্দ

প্রকাশিত: ১৯:২৪, ৫ জুলাই ২০২২

আপডেট: ১৯:২৬, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও চাল ও নগদ অর্থ বরাদ্দ

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে আরও এক হাজার টন চাল, নগদ ২ কোটি টাকা এবং ৪০০ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (০৬ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

১ হাজার টন চালের মধ্যে সিলেট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫শ টন, সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫শ টন চাল দেওয়া হয়েছে। এছাড়া দুই জেলার জন্য এক কোটি করে নগদ দুই কোটি টাকা। এছাড়া  ২০০ বান্ডেল করে মোট ৪০০ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতি বান্ডেল ঢেউ টিনের সঙ্গে নগদ দেওয়ার লক্ষ্যে ৩ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2