১১ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ চালু
								
													গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর রেলযোগাযোগ আবারো চালু হয়েছে। মিটারগেজ লাইন চালু করা সম্ভব হলেও ব্রডগেজ চালু হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
গণমাধ্যমকে তিনি বলেন, রবিবার রাতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যূত হওয়ার পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধাকারী ট্রেন রাত ১২ টার পর কাজ শুরু করে। সোমবার সকালে দুর্ঘটনাকবলিত বগিগুলো রেল লাইন থেকে সরিয়ে দিলে ওই রুটের মিটারগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে ব্রডগেজ লাইন চালু হতে আরো সময় লাগবে।
রোববার (১৪ আগস্ট) রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টার দিকে জয়দেবপুরের ধীরাশ্রম স্টেশন পার হওয়ার সময় মাঝখানে থেকে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। একটি বগি উল্টে কাত হয়ে রেললাইনের পাশে পড়ে থাকে।
বিভি/এসআই
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: