• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘটে ৩ বিভাগে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

প্রকাশিত: ১০:৪৪, ২২ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘটে ৩ বিভাগে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট ডেকেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। মালিক সমিতির নেতা মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলবে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এবং এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে এ প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে।

পাম্প মালিক সমিতির দাবি, বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বাড়াতে হবে। অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরি ভাড়া বাড়াতে হবে। পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।

কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: