• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক এডি পদে পরীক্ষা স্থগিতের আদেশ হাইকোর্টের

প্রকাশিত: ১৫:১৬, ২৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংক এডি পদে পরীক্ষা স্থগিতের আদেশ হাইকোর্টের

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষায় স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৩ অক্টোবর) এই আদেশ দেন হাইকোর্ট। স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল।

চলতি বছরের ১০ মে ২২৫ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যার সময়সীমা শেষ হয় ১৫ জুন। এই পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ গত ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

সেদিদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2