২০২৩ শিক্ষাবর্ষে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৩ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক, প্রাথমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ শুরু। শনিবার (২১ ডিসেম্বর) শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর সরকারগুলো শিক্ষার প্রসারে কোনো ব্যবস্থা নেয়নি। ২০১০ সাল থেকে ৪৩৪ কোটি ৪৫ লাখ হাজার বই বিতরণ করা হয়েছে।
তরুণ প্রজন্ম যেনো চতুর্থ শিল্পবিপ্লবের উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: