• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১:২৬, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ২১:৪৮, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার কিছু নিতে আসেনি, জনগণকে দিতে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আয়োজিত নৈশভোজে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকে আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন করি। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি। 

দারিদ্রসীমা ২০ ভাগে নামিয়ে এনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক সংস্থাই একথা বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে। প্রত্যেকটা জমি আবাদ করতে হবে।

জেলা প্রশাসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমলাতান্ত্রিক ভাব নিয়ে থাকা না, জনগণের সাথে মিশে যাওয়া, সে কাজটি আপনারা করতে পেরেছেন। শত বাধা এড়িয়ে এগিয়ে যাওয়ার কৃতিত্ব আপনাদের।

আরও পড়ুন: 

 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2