• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উদ্বোধন হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি

প্রকাশিত: ১১:৫০, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
উদ্বোধন হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি

ফাইল ছবি

আর কিছুক্ষণ পরই উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় গণভবন থেকে কক্সবাজারের পেকুয়াতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

এই ঘাঁটি উদ্বোধনের ফলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল আর পেকুয়া উপজেলার মগনামার মধ্যবর্তী এই সাবমেরিন ঘাঁটিতে, বর্তমান দুটি সাবমেরিনের বাইরে আরো চারটি সাবমেরিন রাখা যাবে। 

এছাড়া বাংলাদেশের জলসীমায় অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তাও নিশ্চিত করা হবে এখান থেকে। গত ২০১৭ সালের ১২ মার্চ চীন থেকে আনা সাবমেরিন দুটির কমিশনিং করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সাবমেরিনের এই ঘাঁটি নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান।

বিভি/এজেড

মন্তব্য করুন: