• NEWS PORTAL

  • শনিবার, ১১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরও ৮ দলকে আলোচনায় বসতে ইসির চিঠি

প্রকাশিত: ২২:১১, ৩০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আরও ৮ দলকে আলোচনায় বসতে ইসির চিঠি

ছবি: সংগৃহীত

বৃহসপতিবার (৩০ মার্চ) আলোচনা বর্জনকারী ৮ দলকে আলোচনায় বসতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপির পাশাপাশি এই দলগুলো গত বছরের জুলাই মাসে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল। ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, আগের সংলাপে অংশ না নেওয়া ৮ দলকে বার্তা বাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, চলতি মাসে নির্বাচন কমিশন বিএনপিকে অনানুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে লিখিতভাবে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয়েছিল। 

বিএনপি চাইলে তাদের জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছিল। 

ইসি সূত্র জানায়, যে ৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2