এবারের ফিতরার হার কত, জানা যাবে আগামীকাল

এ বছর-১৪৪৪ হিজরি সনের ফিতরার পরিমাণ কত হবে সেই হার নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২ এপ্রিল)।
রবিবার বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এসব তথ্য জানিয়েছেন।
সভায় বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
গত বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরার পরিমাণ ছিল ৭৫ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: