• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কালু গ্রেফতারের পর যা বললেন সেই বিদেশি ইউটিউবার

প্রকাশিত: ১৫:৩৩, ৩ এপ্রিল ২০২৩

আপডেট: ১৫:৪৫, ৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
কালু গ্রেফতারের পর যা বললেন সেই বিদেশি ইউটিউবার

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলীয় ভ্লগার লিউক ডামান্টকে হেনস্তাকারী বৃদ্ধকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি অধ্যাদেশে ১০০ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: 

সোমবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা। এদিকে এই ঘটনার পর নিজের অভিব্যক্তি জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওই ইউটিউবার।

অস্ট্রেলিয়ান নাগরিক ও ভ্লগার লিউক ডামান্ট চারদিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। সেটার ক্যাপশনে লেখা ছিল ‘বাংলাদেশে গেলে এই লোককে এড়িয়ে চলুন।’

এদিকে তাকে গ্রেফতার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লিউক ডামান্ট। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘সব দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।’

তবে ওই বৃদ্ধকে কষ্ট না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লুক ডামান্ট। তিনি বলেন, ‘আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।’

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2