• NEWS PORTAL

  • সোমবার, ১৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের ছুটি একদিন বাড়তে পারে, তবে... 

প্রকাশিত: ১৩:২৭, ১০ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:৩২, ১০ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঈদের ছুটি একদিন বাড়তে পারে, তবে... 

বিভিন্ন মহলের দাবি উপেক্ষা করে আসন্ন ঈদুল ফিতরে তিনদিনই থাকছে সরকারি ছুটি। তবে রোজা যদি ৩০টিই হয় সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী এবার বাংলাদেশে ২৯ রোজা হওয়ার সম্ভাবনা বেশি। এ জন্য ঈদে তিন দিন সরকার ছুটি থাকবে। যদি একদিন বিশেষ ছুটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারতেন।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। কেউ যদি ওইদিন ছুটি নেন সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: