• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ঈদুল ফিতরে যে কোন প্রয়োজনে ৯৯৯

প্রকাশিত: ১৯:১২, ১৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঈদুল ফিতরে যে কোন প্রয়োজনে ৯৯৯

পবিত্র ঈদুল ফিতরে যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এর সেবা নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জননিরাপত্তা বিভাগ।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৯৯৯ জরুরি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত একটি কর্মসূচি- যার অধীনে দেশের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকেরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

জননিরাপত্তা বিভাগ থেকে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ঈদের আনন্দময় সময়টিতে যেকোনো জরুরি প্রয়োজনে, যেখানে পুলিশি সহায়তা নেওয়া প্রয়োজন সে ক্ষেত্রে নাগরিকদের ৯৯৯ নম্বরে ফোন করে সেবা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হলো।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2