• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

হেফাজত নেতা–কর্মীদের মুক্তির বিষয়ে সুপারিশ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৩, ১৩ এপ্রিল ২০২৩

আপডেট: ২১:৫৩, ১৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
হেফাজত নেতা–কর্মীদের মুক্তির বিষয়ে সুপারিশ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হেফাজতের কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে।  বৃহসপতিবার (১৩ এপ্রিল) হাটজারিতে এই কথা বলেন। তিনি বলেন, ‘হেফাজতের পক্ষ থেকে আমাদেরকে কারাবন্দী নেতাদের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার অধিকাংশ নেতাকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের জন্যই এখানে আসা। সরকারের সাথে হেফাজতের সম্পর্কের বিষয়ে আল্লামা শফি বলেন, ‘আমাদের সঙ্গে কারও বৈরী সম্পর্ক নেই। এ দেশের ৯০ ভাগ লোক মুসলমান। হেফাজতের কার্যকলাপ দ্বীন ইসলাম প্রচারে সহায়তা করছে।’

এর আগে গত মঙ্গলবার কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে নেতা–কর্মীদের মুক্তি দেওয়া না হলে ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা।

বিভি/ এসআই

মন্তব্য করুন: