• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রকাশিত: ১১:০৯, ২২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক আবহাওয়া বুলেটিনে এ পূর্বাভাস দেয় অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

 শুক্রবার (২১ এপ্রিল) দীর্ঘ তাপদাহের পর স্বস্তির বৃষ্টি নামে রাজধানীতে। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবার দেশে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে।

 আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকেই দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে যা অব্যাহত থাকবে। আগামী দুই দিন দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: