• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদে কারাবন্দিদের খাবারের তালিকা কি!

প্রকাশিত: ১৪:০৫, ২২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঈদে কারাবন্দিদের খাবারের তালিকা কি!

ছবি: সংগৃহীত

আপনি  কি জানেন, কারাগারে ভিতরে বন্দিদের ঈদে কি খাওয়ানো হয়? যেহেতু ঈদ বলে কথা, তাই বছরের অন্য সময়ের তুলনায় খাবারে একটু ভিন্নতা থাকবেই। 

বন্দিজীবনে তাদের আনন্দ দিতে প্রতিবছরই নানা আয়োজন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বরাবরের মতো এবারও তার ব্যত্যয় ঘটেনি।
কারা সুত্র বলছে, কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সকালে মুড়ি, পায়েস ও চমচম মিষ্টি খেয়ে তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। দুপুর ও রাতে রয়েছে বিশেষ খাবার। 

দুপুরের মেনু: 

দুপুারের মেনুতে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস খাবেন। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে তাদের জন্য।

রাতের মেনু: 

রাতের মেনুতে বন্দিদের জন্য সাদা ভাত, আলুর দম, ডিম ও রুই মাছ সাথে কাগজি লেবু ও  শসাও রয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, কারাবন্দিদের জন্য ঈদের খাবার উন্নতমানের পণ্য দিয়ে রান্না করা হবে যা নয় হাজার বন্দিদের খাওয়ানো হবে। 

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জহুরা খাতুন গণমাধ্যমকে বলেন, এবার অতিরিক্ত গরমের কারণে ঈদের দিন বন্দিদের জন্য বিনোদনের আয়োজন থাকছে না। তবে প্রতিবারের মতো এবারও ঈদের দিন তিন বেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: