• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

৭২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ২১:১০, ২৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
৭২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রবিবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২ টা থেকে পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়নগঞ্জ সহ বেশ কিছু এলাকায় ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না।

এ সম্পর্কে তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার (২৬ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভূলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাব, পেরাব। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস–সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া একই সময় সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংযোগ চালু থাকলেও এ সময় আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরের দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ থাকবে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2